ভারতের উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ঘটে চাঞ্চল্যর এ ঘটনা। ঘাস খেল ছাগল। কান গেল মালিকের! প্রতিবেশীর বাড়িতে ঢুকে ঘাস খেয়েছিল পড়শির ছাগল। আর তার জেরে রক্তারক্তি কাণ্ড! পড়শির কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে!
দেশটির পুলিশ সূত্রে খবর, শনিবার প্রতিবেশী হাকিম খানের বাড়িতে ঢুকে গরুর জন্য কেটে রাখা ঘাস খেয়ে নেয় ইসরাইল খানের ছাগল। রাতে এই নিয়ে দুই পরিবারের বিবাদ চরমে ওঠে। অভিযোগ, তর্ক চলাকালীন ইসরাইলকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন হাকিম ও তার আত্মীয়রা। সে সময় ইসরাইলের কান কামড়ে, ছিঁড়ে নেওয়া হয় বলে অভিযোগ। মূল অভিযুক্ত হাকিম খানসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার