পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। তবে এবার সুর নরম করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করা যেতে পারে।
এ ব্যাপারে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে পেন্স বলেন, আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা হতে হবে। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হতে পারে। তিনি আরও বলেন, দীর্ঘদিনের শত্রু হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাই উত্তর কোরিয়াকে যেমন চাপে রাখতে হবে, তেমনি দেশটির সঙ্গে কূটনৈতিক যোগাযোগও শুরু করতে হবে। তবে এ বিষয়ে শর্ত আরোপের বিষয়ে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র একমত।
মাইক পেন্স আরও বলেন, আলোচনা চললেও উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। তিনি আরও বলেন, দেশটি যতক্ষণ পরমাণু প্রকল্প থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত চাপ প্রয়োগ করা হবে। আর উত্তর কোরিয়া যদি কথা বলতে চায় তাহলেই কেবল যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পরমাণু প্রকল্প নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরোধ বেড়েছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ