ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। চলছে বাকযুদ্ধ ও ভয়ঙ্করসব মহড়া। তারই জের ধরে আন্দামানে ১৬টি দেশকে নিয়ে ভারতের নৌমহড়াকে মোটেও ভালো চোখে দেখছে না চীন। তাদের দাবি, এই ধরনের মহড়ায় ভারত-চীন সম্পর্কে প্রভাব পড়বে। এই ধরনের পদক্ষেপে ভারত চীনকে উস্কানি দিচ্ছে বলে চীনের এক বিশেষজ্ঞ দেশটির সংবাদমাধ্যমে উল্লেখ করেছেন।
এদিকে, ইতিমধ্যেই সেই মহড়ায় যোগ দিতে অস্বীকার করেছে মালদ্বীপ। ভারতে আসছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই দেশ। আগামী ৬ মার্চ থেকে আন্দামান-নিকোবরে সেই মহড়া শুরু হওয়ার কথা। যদিও এর পিছনে কোনো কারণ জানানো হয়নি বলে জানিয়েছেন ভারতের নৌবাহিনীর প্রধান সুনীল লাংবা। তার দাবি, এ নিয়ে মালদ্বীপ কোনো রকমের কারণ জানায়নি। ফলে ইন্দো-চীন সম্পর্কের প্রেক্ষিতে নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে কী, তা নিয়ে উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, একবছর বাদে ‘মিলন’ নামে এই সেনা মহড়ার আয়োজন হয়ে থাকে। আগামী ৬ মার্চ থেকে ১৬ টি দেশের নৌসেনার একযোগে মহড়া আয়োজন করা হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এই মহড়ায় অংশ নিচ্ছে নিউজিল্যান্ড, কেনিয়া, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশ।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৮/ওয়াসিফ