'ওভারটাইম সংস্কৃতি' বন্ধ করতে দক্ষিণ কোরিয়ার সরকার নতুন একটি উদ্যোগ হাতে নিয়েছে। ধাপে ধাপে কর্মীদের কাজের সময় কমিয়ে আনা হবে। সিউল নগর কর্তৃপক্ষ এ কর্মসূচিটি তিন মাসের মধ্যে (শুরু হয়েছে ৩০ মার্চ থেকে) এটি বাস্তবায়ন করবে।
তিন ধাপে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। গত শুক্রবার রাত ৮টায় কম্পিউটার বন্ধ করার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়েছে যাতে কর্মীরা সঠিক সময়ে বাড়ি যেতে পারেন। দ্বিতীয় ধাপে দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার (এপ্রিলের) সাড়ে ৭টার মধ্যেই স্বয়ক্রিয়ভাবে কর্মীদের কম্পিউটার বন্ধ হয়ে যাবে। মে থেকে প্রতি শুক্রবারই কম্পিউটার বন্ধ হবে সন্ধ্যে ৭টায়। বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে সব সরকারি কর্মীর ক্ষেত্রে এ আইন প্রয়োগ করা হবে।
উন্নত দেশগুলোর নাগরিকরা বছরে ১ হাজার ৭৬৩ ঘণ্টা কাজ করেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার নাগরিকরা কাজ করেন ২ হাজার৭৩৮ ঘণ্টা। সূত্র: দ্য ভার্জ
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৮/ফারজানা