চীনের বিকল হয়ে পড়া একটি মহাকাশ স্টেশন সোমবার ব্রাজিলের নিকটবর্তী স্থান দিয়ে পৃথিবীর বায়ুমন্ডলে পুনরায় প্রবেশ করতে যাচ্ছে। অকেজো হয়ে পড়ার দুই বছর পর এটি পৃথিবীতে আছড়ে পড়তে যাচ্ছে। খবর এএফপি’র।
চীনের মনুষ্যবাহী মহাকাশ সংস্থা জানায়, আট টন ওজনের তিয়ানগং-১ নামের মহাকাশ স্টেশনটি সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ৪২ মিনিট থেকে ৯টা ১ মিনিটের মধ্যে ৪০.২৪ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমাংশ ও ২৭.৪ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ বা সাও পাউলের নিকটবর্তী স্থান দিয়ে পৃথিবীর বায়ুমন্ডলে পুনরায় প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।
চীনা কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সালে তিয়ানগং-১-এর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিডি প্রতিদিন/০২ এপ্রিল ২০১৮/এনায়েত করিম