ক্রাউন প্রিন্স ও সৌদি আরবের 'মূল' শাসক মোহাম্মদ বিন সালমান বলেছেন, 'মাতৃভূমিকে ইসরায়েলের অধিকার আছে।' সোমবার এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
সৌদি আরব ইসরায়েলের মধ্যে এখনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে পর্দার পেছনে পুরো গল্পটাই ভিন্ন। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের মধ্যকার সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে।
ইসরায়েল ও সৌদি আরব দুই দেশই ইরানকে সবচেয়ে বড় হুমকি মনে করে। শুধু তাই নয়, এ দুই দেশের মূল সহযোগী হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র।
ফিলিস্তিনের সঙ্গে সংঘাতই ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের সবচেয়ে বড় বাধা। রিয়াদ এখনো ফিলিস্তিনিদের সার্বভোমত্বের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে।
যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সফরে আছেন ক্রাউন প্রিন্স। সেখানে দ্য আটলান্টিক সাময়িকীর এডিটর ইন চিফের সঙ্গে কথা বলেন তিনি। জেফ্রি গোল্ডের এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ বিন সালমান বলেন, 'আমি বিশ্বাস করি যে বিশ্বের সব জায়গায় প্রত্যেক মানুষের অধিকার আছে শান্তিপূর্ণ রাষ্ট্রে বসবাস করার। আমি বিশ্বাস করি ফিলিস্তিনি ও ইসরায়েলের নিজেদের জমিতে অধিকার আছে। এজন্য শান্তিপূর্ণ চুক্তি থাকতে হবে যাতে সব মানুষের স্থিরতা ও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব হয়।'
বিডি প্রতিদিন/৩ এপ্রিল, ২০১৮/ফারজানা