ভারতের ঝাড়খণ্ডে বিবাহিত এক ব্যক্তির সঙ্গে মেয়েকে বিয়ে দিতে অাপত্তি করায় বাবা-মা সহ একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে।
জানা গেছে, গত ১৪ মার্চ ঝাড়খণ্ডের পশ্চিম সিংহভূম জেলায় এ খুনের ঘটনা ঘটে। তবে ২৭ মার্চ বাড়ির পাশের বন থেকে নিহতদের লাশ উদ্ধার করার পর ঘটনাটি আলোচনায় আসে। নিহতরা হলেন- রাম সিং সিকরা, তার স্ত্রী পানু , মেয়ে রামধা এবং ছেলে কান্দে ও সোনিয়া।
স্থানীয় পুলিশ কর্মকর্তা তৌকির আলম জানান, ১৪ তারিখ এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এর সাথে জড়িত ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। যাদের চারজন প্রভাবশালী পরিবারের সদস্য।
জানা গেছে, রামধা নামের এক বিবাহিত ব্যক্তিকে বিয়ে করতে চাপ দেয়ার পর মেয়ের বাবা রাম সিং শিকরা তা কয়েক বার প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে রাম সিং-এর পরিবারের সদস্যদের ওপর রড, কাচি দিয়ে হামলা করে তাদের চারজনকে হত্যা করা হয়। ওই সময় রাম সিং বাড়িতে ছিলেন না। ঘটনার পর বাড়ি ফিরলে তাকেও হত্যা করা হয়।
বিডিপ্রতিদিন/ ই জাহান