আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ লাগমানে বোমা পুঁতে রাখার সময় দুর্ঘটনাক্রমে তা বিস্ফোরণে দুই তালেবান জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানায়। খবর সিনহুয়া’র।
প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানায়, সোমবার রাতে সদর রাস্তার পাশে বোমা পুঁতে রাখার সময় তা বিস্ফোরণে তালেবানের আঞ্চলিক কমান্ডার সাঈদা গুল ও তার সহযোগী আনসারি নিহত হন। এ ব্যাপারে জঙ্গিদের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।
বিডি প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৮/এনায়েত করিম