ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (৯৬) লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাজপরিবারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে সিএনএন।
বুধবার কিং এডওয়ার্ড সপ্তম হাসপাতালে বুধবার ডিউক অব এডিনবার্গের হিপে সার্জারি করা হবে। অসুস্থতার জন্য রবিবার উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেলে ইস্টারের অনুষ্ঠানে হাজির ছিলেন না ডিউক। রাণী ও রাজপরিবারের অন্য সদস্যরা তাতে অংশ নেন।
গত বছরের জুনে অজ্ঞাত অসুস্থতার কারণে দুই রাত হাসপাতালে কাটান প্রিন্স ফিলিপ।আগস্টে সরকারি কাজ থেকে প্রিন্স ফিলিপ আনুষ্ঠানিকভাবে অবসর নেন। ছেলে প্রিন্স চার্লসকে দায়িত্ব দিয়ে কাজ কমিয়েছেন ৯১ বছরের রাণী এলিজাবেথও।
বিডি প্রতিদিন/৪ এপ্রিল, ২০১৮/ফারজানা