কানাডার সাসকাচুয়ান প্রদেশে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। বাসে থাকা যাত্রীরা কানাডার একটি জুনিয়র আইস হকি দলের সদস্য।
কানাডা পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় দেশটির সাসকাচুয়ান প্রদেশের টিসডেইলের উত্তরাঞ্চলে হাইওয়ে থার্টি ফাইভে সাসকাচুয়ানের জুনিয়র হকি লিগের দল হামবোলডথ ব্রনকসের টিম বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। বাসে থাকা ২৮ জনের মধ্যে চালকসহ ১৪ জন নিহত হন। বাসের অপর ১৪ যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি এক টুইট বার্তায় লিখেছেন, 'তাদের বাবা-মায়েরা এখন কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা আমি কল্পনাও করতে পারছি না।'
বিডিপ্রতিদিন/ ই-জাহান