১১ মাসের পুত্র সন্তানকে বিক্রি করে দিলেন মা। অর্থের প্রয়োজন তেমন না থাকলেও লোভ ছিল ওই মায়ের। সেই লোভে পড়েই নিজের শিশু সন্তানকে বিক্রি করলেন তিনি। শনিবার সন্তান বিক্রির অভিযোগে অভিযুক্ত মাকে গ্রেফতার করল ভারতের গোয়া পুলিশ। এক নিঃসন্তান দম্পতির কাছে তিনি তার সন্তানকে দু'লক্ষ রুপির বিনিময়ে বিক্রি করে দেন।
৩২ বছরের শৈল পাতিল এই ঘটনা ঘটিয়েছেন। পুলিশি জেরায় তিনি স্বীকার করেছেন তার অপরাধ। রাতে শৈলর স্বামী বাড়ি ফিরে এসে দেখেন সন্তান নেই। স্ত্রীকে জেরা করতেই ঘটনা প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গে স্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযুক্তকে সঙ্গে নিয়ে ওই দম্পতির কাছে যায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় শিশুটিকে। ওই দম্পতির নাম প্রকাশ করেছে পুলিশ। অমর মোরজে নামে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেই সন্তান বিক্রির পরিকল্পনা করা হয়। ওই মোরজে দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারী পুলিশ জানিয়েছেন অভিযুক্ত মা বলেছেন তার অর্থের দরকার ছিল। কিন্তু তার এই কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তার স্বামী।
বিডি প্রতিদিন/এ মজুমদার