স্ত্রী পোষ্য বা বস্তু নয়, যে তাকে জোর করে আটকে রাখা যাবে। গতকাল শনিবার এক মামলার শুনানিতে মন্তব্য করলেন ভারতের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি মদন বি লাকুর।
দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি চলছিল। স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ হয়েছিল এক নারী। স্বামীর সঙ্গে থাকতে না চাইলেও তাকে জোর করে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
তবে সেই স্বামী তার স্ত্রীর সঙ্গেই থাকতে চান বলে বারবার দাবি জানাচ্ছিলেন। সেই মামলার শুনানিতেই দুই বিচারপতি বলেন, স্ত্রী গরু, ছাগল নয় যে তাকে জোর করে আটকে রাখা যাবে। তিনি থাকতে চাইছেন না। কোনও স্ত্রীকেই এভাবে থাকতে বাধ্য করা যায় না।
মামলাকারী যুবকের আইনজীবীকে সতর্ক করে দিয়ে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শুধু মাত্র স্ত্রী বলেই স্বামীর সঙ্গে সারাজীবন থাকতে বাধ্য করা যায় না কোনও মহিলাকে। কেন স্বামী স্ত্রীকে ছাড়তে চাইছেন না তার উপযুক্ত কারণ দেখাতে হবে।
সেজন্য পরবর্তী শুনানি ৮ আগস্ট করে দেওয়া হয়েছে। পর্যাপ্ত সময় নিয়ে উপযুক্ত তথ্য প্রমাণ সহ আদালতে হাজির হতে বলা হয়েছে মামলাকারীর আইনজীবীকে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর