যুক্তরাজ্যে আক্রান্ত বেশ কয়েকজন রুশ নাগরিকের বিষয়ে মস্কোকে ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য দিচ্ছে না ব্রিটিশ সরকার এমনটাই অভিযোগ করেছে লন্ডনের রুশ দূতাবাস।
প্রসঙ্গত, ব্রিটেনে সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপালের ওপর স্নায়ু গ্যাস হামলার পর থেকেই দুই পক্ষের মধ্যে বাগযুদ্ধ চলছে। এরই সর্বশেষ প্রতিক্রিয়া হিসেবে এই অভিযোগ করল রাশিয়া।
রুশ দূতাবাস জানায়, গত ১২ মার্চ লন্ডনে রাশিয়ার নির্বাসিত নাগরিক নিকোলাই গ্লুশকভকে হত্যা করা হয়।
পোস্টমর্টেমের তথ্যানুসারে, তাঁকে ঘাড়ে চাপ দিয়ে হত্যা করা হয়েছিল। ৬৮ বছর বয়সী এই ব্যবসায়ী রাশিয়ায় অর্থপাচার ও জালিয়াতির অভিযোগে দণ্ডিত ছিলেন। পরে তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় নেন। সের্গেই স্ক্রিপালের ওপর নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যাচেষ্টার পর এ ঘটনা ঘটে। এই হামলার জন্য শুরু থেকেই মস্কোকে দায়ী করে আসছে লন্ডন। মস্কো যদিও বিষয়টি ক্ষুব্ধভাবে নাকচ করে দিয়েছে।
গতকাল এক বিবৃতিতে দূতাবাস জানায়, গ্লুশকভ, সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালের ওপর হামলার প্রায় এক মাস পার হয়ে গেলেও বারবার অনুরোধের পরও ব্রিটেনের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। আমরা একটা কথাই বলতে পারি, ইচ্ছা করেই তারা এ আচরণ করছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান