ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে পাকিস্তান। নিজেদের সামরিক বাহিনীকে নতুন করে সাজিয়ে তুলছে দেশটি। আর তারই জের ধরে এবার তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘টিসিজি গেলিবলু’ পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তুর্কি যুদ্ধজাহাজ সেখানে গিয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
এ ব্যাপারে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, এই সফরের মধ্যদিয়ে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও বাড়বে। তুর্কি যুদ্ধজাহাজটি চারদিন পাকিস্তানের জলসীমায় থাকবে। সফর চলাকালে দুই দেশের নৌবাহিনীর কমান্ডারদের মধ্যে মতবিনিময় হবে বলেও পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার তুর্কি যুদ্ধজাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে। সেখানে পাকিস্তানের নৌবাহিনীর পদস্থ কর্মকর্তরা জাহাজটিকে স্বাগত জানান। দুই দেশের পতাকা উড়িয়ে জাহাজটিকে পাকিস্তানে স্বাগত জানানো হয়।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/ওয়াসিফ