জাপানের পশ্চিমাঞ্চলীয় শিমানে সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.১। এতে চারজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।
এ ব্যাপারে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ৩৫.২ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১৩২.৬ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের ১০ কিলোমিটার গভীরে।
জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগটির কারণে নগরীর কয়েকটি অংশে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সহায়তার জন্য স্থানীয় সরকার সেল্ফ ডিফেন্স ফোর্সের সাহায্য চেয়েছে।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্পের কারণে বিভিন্ন ভবন ও রাস্তায় ফাঁটল ধরেছে। তবে ওই অঞ্চলের সবগুলো পরমাণু বিদ্যুত কেন্দ্র স্বাভাবিকভাবেই কাজ করছে।
এখনও কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।
সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/ওয়াসিফ