সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস। খবর সিনহুয়ার।
সোমবার গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘তুলনামূলকভাবে কিছুটা সময় শান্ত থাকার পর পূর্ব গৌতার দৌমা শহরে নতুন করে গত ৩৬ ঘণ্টার ব্যাপক সহিংসতার ব্যাপারে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’
মুখপাত্র আরও বলেন, ‘বিশেষ করে দৌমার বেসামরিক জনগোষ্ঠীর ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের যে অভিযোগ উঠেছে তা নিয়ে মহাসচিব উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘জাতিসংঘ এসব খবরের সত্যতা যাচাই না করার পর্যায়ে না থাকলেও মহাসচিব উল্লেখ করেন যে রাসায়নিক অস্ত্রের যেকোনো ধরণের ব্যবহার জঘন্য অপরাধ। এ ব্যাপারে যথাযথ তদন্ত প্রয়োজন।’
বিডি প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৮/এনায়েত করিম