আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, সন্ত্রাসবাদকে পরাজিত করার ক্ষেত্রে তার দেশকে একমাত্র রাশিয়া সাহায্য করতে পারে। তালেবানের হাতে রয়েছে প্রচুর অস্ত্র এবং তাদের মোকাবেলা করতে হলে রাশিয়ার সাহায্য দরকার।
এক টিভি সাক্ষাৎকার কারজাই বলেন, আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে, যদি আফগানিস্তান ও পাকিস্তানের সাথে রাশিয়া নতুন সম্পর্ক গড়ে তোলে তাহলে মস্কো আমাদের সাহায্য করতে পারবে। যে ব্রিটেনকে আমরা কয়েকবার বের করে দেয়ছি তারা পারবে না, আমেরিকাও পারবে না বরং তারা আমাদের ১৭ বছর ধরে হত্যা করছে, শুধুমাত্র রাশিয়া পারবে।
রুশ টিভি চ্যানেল এনটিভিকে হামিদ কারজাই আরও বলেন, সন্ত্রাসীদের জন্য আমরা হলাম শেষ বাধা। আমরা দেড়শ বছর ধরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই করছি। আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাজার হাজার সদস্য রয়েছে বলে জানান তিনি।
হামিদ কারজাই বলেন, আফগানিস্তানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আমেরিকা, তাদের অনুমতি ছাড়া আফগানিস্তানের আকাশে কিছুই উড়তে পারে না। এ অবস্থায় আমি আফগানিস্তান থেকে মার্কিনিদের বের করে দেয়ার চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/আরাফাত