যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের বিষয়টি নিয়ে প্রথমবারের মতো জনসমক্ষে কথা বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে কিমের সঙ্গে বৈঠকের বিষয়ে রাজি হয়েছিলেন। কিন্তু ওই বৈঠকের বিষয়ে নীরব ছিল পিয়ংইয়ং।
এবার কিম উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সংলাপের সম্ভাবনা নিয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে ওই সংলাপ কখন হবে এবং এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
সোমবার ট্রাম্প বলেছেন, তিনি কিমের সঙ্গে মে অথবা জুনের শুরুতে সাক্ষাৎ করবেন। এর আগে খবর বের হয় যে সংলাপের প্রস্তুতি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ চলছে যুক্তরাষ্ট্র প্রশাসনের।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৮/ফারজানা