ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। পুনে-সাতার মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা ব্যারিকেডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালের এ দুর্ঘটনায় হতাহতরা অধিকাংশই নির্মাণ শ্রমিক। ছোট ট্রাকটিতে করে তারা সাতারা থেকে পুনের দিকে যাচ্ছিলেন।
এ ব্যাপারে পুলিশ ইন্সপেক্টর রানদিভ জানান, দুর্ঘটনাস্থলে একটি ঢাল রয়েছে। বাঁক নিতে গিয়ে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন। এতে ট্রাকটি মূল সড়ক থেকে ৮-১০ ফুট নিচে পড়ে যায়।
প্রাথমিক রিপোর্টে ধারণা করা হচ্ছে, নিহতরা কর্ণাটকের বাসিন্দা। আহতদের খান্দাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/ওয়াসিফ