বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক মহল। এরই মধ্য সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এক যোগে হামলা চালিয়েছে। এরপরেই রাশিয়া দ্রুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সম্ভবত আরব এই দেশটিকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কথা বিবেচনা করবে।
এ ব্যাপারে রুশ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা কর্নেল সের্গেই বলেছেন, আগে থেকেই অস্থির অবস্থায় থাকা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তোলার জন্যই পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর হামলা চালিয়েছে।
তিনি বলেন, সিরিয়াসহ অন্য দেশগুলোকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হতে পারে। এর আগে মস্কো তিন দেশের সামরিক হামলার পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করে তিনি বলেছে, শান্তিপূর্ণ ভবিষ্যত গড়ে তোলার সুযোগ নষ্ট করতেই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/ওয়াসিফ