গত মাসে গাজা সীমান্তে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সৈন্যদের গুলিতে গুরুতর আহত এক ফিলিস্তিনী কিশোরের মৃত্যু হয়েছে। হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার সন্ধ্যায় মোহাম্মদ গাসান আবু দাকা নামের ওই কিশোর মারা গেছে। ১৪ মে খান ইউনিসে ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে সে গুরুতর আহত হয়।
৩০ মার্চ গাজা সীমান্তে গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৩ ফিলিস্তিনী নিহত হয়েছেন। এই সংঘর্ষ সহিংসতায় কোন ইসলায়েলি নিহত হয়নি।
বিডি প্রতিদিন/২১ জুন ২০১৮/আরাফাত