অন্যদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা আমেরিকার বদভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
তবে নিজেদের মধ্যে দৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করে ইরানি জনগণ চলমান 'জটিল' পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার রাজধানী তেহরানে বিদেশে কর্মরত ইরানি রাষ্ট্রদূত, কূটনীতিক এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রথম যৌথ সম্মেলনে দেয়া ভাষণে জারিফ বলেন, ইতিহাসে মার্কিন পররাষ্ট্র নীতি পর্যালোচনা করলে দেখা যাবে যে আমেরিকা বিশ্বের বেশিরভাগ দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তিনি বলেন, আল্লাহর ইচ্ছায়, আমরা ধীরে ধীরে চলমান পরিস্থিতির উন্নতি ঘটাতে পারব। কারণ গোটা বিশ্ব আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা এ সুযোগের সদব্যবহার করতে পারি। চলমান জটিল পরিস্থিতি মোকাবেলায় সরকারের সব বিভাগ আজ ঐক্যবদ্ধ হয়েছে।
জারিফ বলেন, আমরা বিদ্যমান এই চাপকে জাতীয় উৎপাদনের পাশাপাশি তেল বহির্ভূত রপ্তানী পণ্য বাড়ানোর ক্ষেত্রে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারি এবং আমেরিকাকে আমরা এটা দেখাতে পারি যে তোমরা অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়ার নীতি পরিত্যাগ করো।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে নিষেধাজ্ঞা দেয়ার যে খারাপ অভ্যাস আমেরিকা তৈরি করেছে সেটি থেকে বের হয়ে আসার ব্যাপারে বিশ্ব আজ আরো বেশি ঐক্যবদ্ধ।
পররাষ্ট্রমন্ত্রী জারিফ আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার উত্তরসূরীরা ইরানের ওপর গত ৪০ বছর ধরে নিষেধাজ্ঞা দিয়ে এসেছে। তবে সর্ব শক্তিমান আল্লাহর রহমতে এবং ইরানি জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আত্মমর্যাদার সঙ্গে সব বাধা অতিক্রম করে উন্নতির ধারা অব্যাহত রেখেছি।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৮/আরাফাত