অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের জন্য পাঠানো জরুরি চিকিৎসা সরঞ্জামসহ ত্রাণবোঝাই 'আওদা' নামের একটি নৌকা আটকে দিয়েছে ইসরায়েলের সেনারা। আজ আলজাজিরাসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
জানা যায়, স্থানীয় সময় রবিবার ত্রাণবাহী ওই নৌকাটি গাজা বন্দরে পৌঁছার কথা ছিল। কিন্তু ২৩ ত্রাণকর্মীসহ নৌকাটি আটক করে ইসরাইলের আশদোদ বন্দরে নিয়ে যায় ইসরাইলের নৌ সেনারা। প্রায় ১৫ হাজার মার্কিন ডলারের জরুরি চিকিৎসা সরঞ্জামসহ সপ্তাহখানেক আগে ইতালির পালেরমো উপকূল থেকে নৌকাটি গাজার উদ্দেশে যাত্রা করেছিল।
এছাড়া সম্প্রতি অবরুদ্ধ গাজায় আমদানি-রপ্তানি নিষিদ্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা থেকে পণ্য পাঠানো ও প্রয়োজনীয় পণ্য আনার জন্য ব্যবহৃত কেরেম শালোম সীমান্তে জারি করেছে নিষেধাজ্ঞা। তারা জানিয়েছে, মানবিক বিবেচনায় প্রয়োজনীয় এমন পণ্য ছাড়া আর কোনো কিছু গাজাতে ঢুকতে দেওয়া হবে না।
এ ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষ ‘ফিলিস্তিন ক্রসিং অথরিটিকে’ জানিয়েছে, খাদ্য, ওষুধ, জ্বালানি, পশু খাদ্য ও গবাদিপশু ছাড়া আর কোনো কিছু তারা কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় ঢুকতে দেবে না। নির্মাণ উপকরণ, আসবাব, কাঠ, ইলেকট্রনিক যন্ত্রপাতি, কাপড়, পোশাক, কম্বল, জেনারেটর ইত্যাদি পণ্য প্রবেশ করতে পারবে না গাজায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার