ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালাম বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সরকার এতটাই দুর্বল যে, তারা পুরো ইয়েমেনি জাতির বিরুদ্ধে তো দূরের কথা শুধুমাত্র একটি গ্রামের লোকজনের বিরুদ্ধেও লড়াই করার ক্ষমতা রাখে না।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার মোহাম্মাদ গারগাশ সম্প্রতি হুদায়দা বন্দর দখলের যে ইচ্ছা ব্যক্ত করেছেন আবদুস সালাম এ বক্তব্যের মধ্যদিয়ে মূলত তা নাকচ করলেন। আবদুস সালাম বলেন, সংযুক্ত আরব আমিরাতকে যুদ্ধে টেনে এনেছে আমেরিকা এবং এ ঘটনার মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, দুই দেশের একটি হচ্ছে উপনিবেশবাদী শক্তি এবং অন্যটি তার গোলাম। ইয়েমেন যুদ্ধ সুস্পষ্টভাবে দেখিয়েছে যে, মার্কিন সমর্থন ছাড়া আমিরাতের সরকার কিছুই না।
গত বৃহস্পতিবার আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ সৌদি যুদ্ধজাহাজে হুথি যোদ্ধা ও তাদের সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই ঘটনা এটাই তুলে ধরছে যে, হুদায়দা বন্দর পূর্ণভাবে দখল করা দরকার। হুথিদের ওই হামলার পর সৌদি আরব সাময়িকভাবে বাবুল মান্দেব প্রণালী দিয়ে তেল রফতানি বন্ধের ঘোষণা দেয়।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৮/আরাফাত