যুক্তরাষ্ট্রে আর ১০০ দিন পর অন্তর্বর্তী নির্বাচনে রায় দেবে দেশটির জনগণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দুই বছর শাসনামলের বিষয়ে জনগণের মুখোমুখি হতে যাচ্ছেন। খবর সিএনএন।
ধারণা করা হচ্ছে, এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে ডেমোক্রেটরা। মার্কিন সিনেটের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্রেটদের দরকার হবে ২৩টি আসন। আর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হবে মাত্র দুটি আসন।
এদিকে ট্রাম্পের সমর্থনে দ্বিধা বিভক্ত রিপাবলিকান সিনেটররা; যা ট্রাম্পের জন্য দুঃসংবাদ। অনেকে ট্রাম্পের পক্ষে থাকলেও কেউ কেউ আবার ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিচ্ছেন।
বিডি প্রতিদিন/হিমেল