নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে উত্তর কোরিয়া। গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে বিষয়টি লক্ষ করেছে আমেরিকা। তবে মিসাইল তৈরির কাজ কতদূর সম্পন্ন হয়েছে তা পরিষ্কার নয় দেশটির কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, স্যাটেলাইটের চিত্র দেখে মনে হচ্ছে পিয়ং ইয়ং-এর খুব কাছেই সানুমডং নামের একটি কারখানায় একটি অথবা দু’টি লিক্যুয়িড-ফুয়েলড আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) নির্মাণ চলছে। হোয়াসং-১৫ (উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম প্রথম আইসিবিএম) একই কারখানাতেই নির্মিত। তবে ওই মার্কিন কর্মকর্তা জানান, লিক্যুয়িড ফুয়েলড আইসিবিএম তুলনামূলক কম শক্তিশালী।
আরেক রিপোর্টে বলা হয়, স্যাটেলাইট ইমেজে দেখা যায় বিভিন্ন যানবাহন কারখানাটির ভেতর প্রবেশ করছে আর বের হচ্ছে। এটি মিসাইল তৈরির কারণে নাও হতে পারে।
প্রসঙ্গত, গত জুনে সিঙ্গাপুরের বৈঠকে একত্রিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। এ বৈঠকে কোরীয় উপদ্বীপকে পারমাণবিকশক্তিমুক্ত করার বিষয়ে একমত হয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধান। বৈঠকের আলোকে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ‘উত্তর কোরিয়া এখন আর পারমাণবিক হুমকি নয়’।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন