ভারতে রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশ ঠেকাতে সেনা মোতায়েন করা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেইসাথে রাজ্যগুলিতে রোহিঙ্গারা যাতে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারেও সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের তরফে। মঙ্গলবার দেশটির সংসদে দাঁড়িয়ে একথা বলেন তিনি।
এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ‘নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ যাতে আর না ঘটে তা সুনিশ্চিত করতে সীমান্ত বরাবর বিএসএফ এবং অসম রাইফেলসকে মোতায়েন করা হয়েছে। যদিও একটা বিশাল সংখ্যক রোহিঙ্গা এদেশে অনুপ্রবেশ করেছে। এই রোহিঙ্গাদের চিহ্নিতকরণ করতে সম্প্রতি সমস্ত রাজ্য সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে রাজ্য সরকার যেন রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখে এবং তারা যাতে আর না ছড়িয়ে পড়ে সেব্যাপারে নজর রাখে। পাশাপাশি সেইসব রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতি অবলম্বন করা, তাদের গতিবিধির ওপর নজর রাখতে হবে। এব্যাপারে রোহিঙ্গা সম্পর্কিত সমস্ত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে পাঠাতে বলা হয়েছে। সেই রিপোট আসলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং মিয়ানমার সরকারের সাথে কথা বলে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।’
এদিন তৃণমূল কংগ্রেস সাংসদ সুগত বসু সংসদে প্রশ্ন তুলে বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গাদের সহায়তায় ‘অপারেশন ইনশানিয়ত’ চালাচ্ছে কিন্তু দেশে অবস্থানরত প্রায় ৪০ হাজার রোঙ্গিাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তার প্রশ্ন ‘তবে কি যেসব রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি দেখাবো?
সুগত বসুর সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানান ‘উদ্বাস্তুদের গ্রহণ করার ব্যাপারে জাতিসংঘের সাথে চুক্তি না থাকা সত্বেও কয়েকলাখ উদ্বাস্তুদের ভারত আশ্রয় দিয়েছে। এখনও ভারতে অনেক উদ্বাস্তু রয়েছে। মিয়ানমার সরকারকেও বলেছি যে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিলে ভারত তাদের সবরকম সহায়তা দেবে।’
উল্লেখ্য ভারত সরকারের তরফে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রোহিঙ্গারা দেশের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি। তারা উদ্বাস্তু নয়, অবৈধ অনুপ্রবেশকারী। তাই তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর