অাসামে প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)’এর চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ পড়া মানুষদের ভোট দেওয়ার কোন অধিকার নেই, কেবল ভারতীয় নাগরিকরাই ভোট দেওয়ার অধিকারী বলে জানিয়ে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
জাতীয় নাগরিকপঞ্জি খসড়া তালিকা থেকে অাসামের প্রায় ৪০ লাখ বাসিন্দার নাম বাদ পড়ার ঘটনা ভারত জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যেই ঘোষণাটি দিয়েছে নির্বাচন কমিশন।
গতকাল মঙ্গলবার দেশটির প্রধান নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত জানান, শুধু ভারতীয় নাগরিকরাই যে কোন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। নির্বাচন কমিশনের লক্ষ্যই হল একজন ভোটারও যাতে বাদ না যায়-সেদিকে তাকিয়ে ২০১৯ সালের নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের সময় সমস্ত বৈধ নাগরিকের নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি সুনিশ্চিত করা। অাসামের প্রধান নির্বাচনী কর্মকর্তাকে রাজ্যটির নাগরিকপঞ্জির রাজ্য সমন্বয়কের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে ২০১৯ সালের ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান ও.পি.রাওয়াত।
উল্লেখ্য গত সোমবার অাসামে প্রকাশিত হয় জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা। এনআরসি’এর কাছে জমা পড়া ৩ কোটি ২৯ লাখ আবেদনকারির মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ৬৬৭ জনের নাম। তালিকা থেকে বাদ পড়েছে অসমের প্রায় ৪০ লাখ বাসিন্দার নাম। আর এরপরই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক।
বিডি প্রতিদিন/ফারজানা