সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রতিবেশী কাতারের ওপর সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছিল। গত বছর কাতারের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন শুরুর পর দেশ দুটি এ পরিকল্পনা করে।
আমেরিকার 'দ্যা ইন্টারসেপ্ট’ পত্রিকা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
পত্রিকাটি বলছে, আগ্রাসনের ষড়যন্ত্র পাকানোর পেছনে প্রধান ভূমিকায় ছিলেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ। তাদের পরিকল্পনা ছিল আমিরাতের সহযোগিতায় সৌদি আরবের পদাতিক সেনারা কাতারের ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়বে এবং রাজধানী দোহা দখল করে নেবে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুসারে, সৌদি আরবের ভেতরে থাকা কাতারের গোয়েন্দারা বিষয়টি ২০১৭ সালের গ্রীষ্মেই আঁচ করতে পারেন। কয়েক মাস পর ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিশ্চিত করে।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা রবার্ট ম্যালি বলেন, ২০১৭ সালের গ্রীষ্মকালে কাতারের কর্মকর্তারা তাকে বলেছিলেন যে, তাদের দেশ সামরিক আগ্রাসনের ঝুঁকির মুখে রয়েছে। দ্যা ইন্টারসেপ্ট আরো বলেছে, সংযুক্ত আরব আমিরাত এখনো উসকানি দিয়ে কাতারে সামরিক আগ্রাসন চালানোর প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে। গত বছর সংকট শুরুর পর আরব আমিরাত বহুবার কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছে।
বিডি প্রতিদিন/০২ আগস্ট ২০১৮/আরাফাত