সবেমাত্র মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দা ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে এক প্রতিবাদী মুখ তামিমি। গত বছর ডিসেম্বরে নিজেদের বাড়ির বাইরে ইসরাইলি সেনা ও ইহুদি দখলদারদের মুখোমুখি প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই কিশোরী।
এক পর্যায়ে সে এক ইসরাইলি সেনাকে চড় থাপ্পড় ও লাথি মারে। এই অপরাধে ইসরাইলি কারাগারে তাকে ৮ মাস জেল খাটতে হয়। তবে তার আগেই তামিমির চড় মারার ছবি পৃথিবীব্যাপী ভাইরাল হয়ে যায়।
কারাগারে আটক থাকার সময় আন্তর্জাতিক আইন নিয়ে পড়াশোনা করেছেন ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমি।
গার্ডিয়ানকে তামিমি বলেন, কারাগারটিকে আমি রীতিমত স্কুল বানিয়ে ফেলেছিলাম। তবে আন্তর্জাতিক আদালতে একদিন ইসরায়েলের বিরুদ্ধে মামলা করব সেই স্বপ্ন দেখি।
গার্ডিয়ানকে ১৭ বছরের এই কিশোরী আরও বলেন, আল্লাহর ইচ্ছায় আমি আইন নিয়ে পড়াশোনা করব। আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘটে চলা সহিংসতা তুলে ধরব।
আহেদ তামিম জানায়, গ্রেফতার হওয়ার যন্ত্রণা খুবই কঠিন। আমি যতটা সম্ভব তা বর্ণনা করতে চাই না। তবে এ অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু পেয়েছি। এটা আমাকে আরও পরিপক্ক করে তুলছে।
আহেদ তামিমি বলেন, তারা আমার সত্যকে ভয় পাচ্ছে। যদি তারা অন্যায় না করত, তবে সত্যকে ভয় পেত না। সত্য তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে। বিশ্বকে আমি এটা জানাতে চাই।
তামিমির গ্রাম পশ্চিমতীরের নবি সালেহ তে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বছরের পর বছর ধরে বিক্ষোভ ও প্রতিরোধ অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/০২ জুলাই ২০১৮/আরাফাত