কোরীয় উপদ্বীপে শান্তির আলো ছড়িয়ে আলোচনা শুরু করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। তারই জের ধরে এবার অত্যন্ত সুরক্ষিত সীমান্ত এলাকা থেকে স্থলমাইন অপসারণ করতে শুরু করেছে দুই কোরিয়া। সোমবার থেকে এ অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও দুই দেশের মধ্যে বিশ্বাস তৈরির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
জানা যায়, গত মাসে পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইনের বৈঠকেই মাইন অপসারণের পরিকল্পনা চূড়ান্ত হয়। ওই পরিকল্পনায় সীমান্ত এলাকাটি থেকে নিরাপত্তা চৌকি ও ভারী অস্ত্র সরিয়ে নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী ২০ দিনের মধ্যে সুরক্ষিত পানমুনজমের যৌথ নিরাপত্তা এলাকা (জেএসএ)সব স্থলমাইন অপসারণে উভয় পক্ষ সম্মত হয়েছে। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সামরিক প্রকৌশলীরা এই ঝুঁকিপূর্ণ কাজ শুরু করেছে।
তবে উত্তর কোরিয়ার সেনারা স্থলমাইন অপসারণ শুরু করেছে কিনা এ ব্যাপারে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ