এ বছর রসায়নে তিনজনকে যৌথভাবে নোবেল দেয়া হয়েছে। তার জর্জ পি. স্মিথ ঘোরতর ইসরাইল বিরোধী। কলাম্বিয়ার মিসৌরি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিজ্ঞানের প্রফেসর এমিরেটাস অনেক আগে থেকেই ইসরাইল বয়কট আন্দোলন সক্রিয়ভাবে সমর্থন করে এসেছেন। ইসরায়েলের সংবাদমাধ্যমেও এ নিয়ে আলোচনা চলছে।
টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার তাদের খবরের শিরোনামই দিয়েছে এভাবে, 'ইসরায়েল বিরোধী অধ্যাপকও রসায়নে নোবেলজয়ীদের মধ্যে আছেন'। জেরুজালের পোস্ট তাদের সংবাদের শিরোনাম দিয়েছে, 'নোবেলে অদ্ভুত জুটি; একজন ইসরায়েল বিরোধী, অন্যরা সমর্থক'।
৩ অক্টোবর সুইডিশ রয়াল একাডেমি অব সায়েন্স রসায়নে নোবেলজয়ী হিসেবে ফ্রান্সেস আর্নল্ড, জর্জ স্মিথ এবং গ্রেগরি উইন্টারের নাম ঘোষণা করে। ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনার অর্থমূল্যের এ পুরস্কারের অর্ধেক পাবেন আমেরিকান গবেষক ফ্রান্সেস আর্নল্ড। পুরস্কারের বাকি অর্থ ভাগাভাগি করে নেবেন যুক্তরাষ্ট্রের জর্জ স্মিথ ও গ্রেগরি উইন্টার।
বিডি প্রতিদিন/ফারজানা