মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই নানা কারণে আলোচিত-সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিরুপ মন্তব্যও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এবার এসব নিয়ে মুখ খুলেছেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এসব গুঞ্জন বা অভিযোগ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। গুরুত্ব দেয়ার মতো আরো অনেক বিষয় রয়েছে।
এ সময় মেলানিয়া বলেন, এটা নিয়ে আমি ভাবি না এবং উদ্বিগ্নও নই। আমি একজন মা এবং ফার্স্ট লেডি। চিন্তাভাবনার জন্য আমার আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তিনি আরও বলেন, আমি জানি লোকজন আমাদের বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা করতে পছন্দ করে, মিডিয়াও তাই করে। এ বিষয়গুলো কখনও কখনও আমাদের বিব্রতও করে। তবে আমি জানি কোনটা ঠিক, কোনটা ভুল। কোনটা সত্য, কোনটা মিথ্যা। তাদের সম্পর্কের বিষয়ে মার্কিন ফার্স্ট লেডি বলেন, হ্যাঁ, আমরা ভালো আছি।
উল্লেখ্য, পর্নো তারকা হিসেবে বেশ খ্যাতি রয়েছে স্টর্মি ডেনিয়েলসের, যার আসল নাম স্টিফেনি ক্লিফোর্ড। অভিযোগ ওঠে, ২০০৬ সালে তার সঙ্গে ট্রাম্পের পরিচয় হয়। এরপর গড়ে ওঠে সম্পর্ক। এছাড়াও আরও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ