গাজার পূর্বাঞ্চলে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরায়েলি বাহিনীর হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গুলিতে আরও ২৫২ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৫৪ জন সরাসরি গুলিবিদ্ধ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরার বরাত দিয়ে এবিসি নিউজ এ খবর দিয়েছে।
ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ছয় ফিলিস্তিনি হলেন, আহমেদ ইব্রাহিম জাকি আল তাওয়েল (২৭), মোহাম্মেদ আবদুল হাফিদ ইউসেফ ইসমাইল (২৯), আহমেদ আবদুল্লাহ আবু নাইম (১৭), আবদুল্লাহ বারহাম ইব্রাহিম সুলেইমান আল দাঘমা (২৫), আফিফি মাহমুদ আত্তা আফিফি (১৮) এবং তামের লিয়াদ মাহমুদ আবু আরমানাহ।
পাঁচ মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা। নিজেদের ভূমির অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে বিক্ষোভ করে যাচ্ছে তারা। তাদের বিক্ষোভে হামলা চালিয়ে এ পর্যন্ত ১৮৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/হিমেল