উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক। চেছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুঙ্কার। তারই জের ধরে এবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকর নিয়ে তার দেশ ভীত নয়। বুধবার রুহানির বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, আগামী ৪ নভেম্বর ইরানের তেল বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
রুহানি বলেন, ‘এই বছর আমেরিকানদের নতুন অবিচার প্রকাশ পাবে।’ তিনি আরও বলেন, ‘তবে জনগণের সুনিশ্চিতভাবে জানা উচিৎ আমেরিকানদের হুমকিকে সরকার ভয় পায় না।’
ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘গত কয়েক মাসে আমাদের লোকেরা কঠিন সময় পার করেছে এবং আগামী কয়েক মাসও কষ্টকর হতে পারে। তবে এই সংকট প্রশমণে সরকার তার সর্বশক্তি দিয়ে কাজ করবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ