যুক্তরাষ্ট্রে নিজের বাসভবনের সামনে গাড়ি ছিনতাইকারীর গুলিতে সুনীল এডলা নামে এক ভারতীয় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় রাত আটটার দিকে নিউ জার্সির ভেন্টনর শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ বছর বয়সী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্বজনরা জানান, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় রাত আটটার দিকে নিউ জার্সির ভেন্টনর শহরে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন সুনীল। নিউ জার্সির একটি বহুজাতিক সংস্থায় অডিটরের কাজ করতেন সুনীল। রাতে গাড়ির সামনে আসতেই আচমকা গুলি ধেয়ে আসে তার দিকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
শুক্রবার অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে দাবি করেছে, সুনীলের গাড়ি ছিনতাই করাই তার উদ্দেশ্য ছিল। তবে হঠাৎ করেই সুনীল বাড়ি থেকে বের হয়ে আসায় তাকে গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে যায় সে।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৮/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        