ঘটনাটি ভারতের উত্তর-পূর্ব দিল্লির জ্যোতিনগর এলাকার। ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ, সে ডিম খাচ্ছিল। আর এর জন্যই তাকে গুলিবিদ্ধ হতে হল।
জানা গেছে, গত শুক্রবার মনীশ নামের ১৭ বছরের এক কিশোর তার বন্ধুদের সঙ্গে এক গয়নার দোকানের সামনে দাঁড়িয়ে ডিম খাচ্ছিল। ওই গয়নার দোকানের মালিক উমেশ বর্মা এ নিয়ে আপত্তি তোলেন এবং বিষয়টি নিয়ে বচসা শুরু হলে কিছু লোককে ডাকেন, যারা ওই কিশোরটিকে গুলি করে।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, মনীশের বুকে গুলি লাগে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা স্থিতিশীল হয়।
উমেশ বর্মাকে পুলিশ গ্রেফতার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অতুলকুমার ঠাকুর।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/কালাম