কাশ্মীরের পুলওয়ামা হামলার পর থেকেই উত্তপ্ত ভারত ও পাকিস্তানের সম্পর্ক। আর তারই প্রেক্ষিতে এবার ভারতের বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গনমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার এই বিষয়ে একটি বৈঠক করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসাররা। সেখানেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
জেড প্লাস নিরাপত্তা ব্যবস্থা এবার থেকে পাবেন ভারতের বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানরাও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, এয়ার চিফ মার্শাল বীরেন্দর সিং ধানোয়া এবং অ্যাডমিরাল সুনীল লাম্বা এবার থেকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বলয়ে থাকবেন। শনিবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
আর্মি প্রধান আগে থেকেই জেট প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। বর্তমান পরিস্থিতি বিচার করে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানের নিরাপত্তাও বাড়ানো হলো বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, জেট প্লাস ক্যাটেগরি ভারতের সর্বোচ্চ নিরাপত্তা বলয়। এই সুরক্ষা বলয়ে থাকা ব্যক্তি ১০ জন এনএসজি কমান্ডোসহ মোট ৫৫ জন নিরাপত্তা রক্ষীর পাহারায় থাকেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ