কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলে ভারত-পাকিস্তানের মধ্যে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। বন্ধ রাখা হয় দিল্লি থেকে অমৃতসর হয়ে পাকিস্তানের লাহোর পর্যন্ত চলাচল করা ‘সমঝোতা এক্সপ্রেস’ ট্রেনও।
দু'দেশের মধ্যে হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে পাকিস্তানের দিকে যাওয়া যাত্রীরা। পরে তাদের পাঞ্জাব পুলিশ খাবার বিতরণ করে। যাতে আটকে পড়া সেই পাকিস্তানিদের মনে কোনো শঙ্কায় কাজ না করে।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমেই এই সৌজন্যমূলক আচরণের মুহূর্তের ছবি প্রকাশ হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘সমঝোতা এক্সপ্রেস চলাচল সাময়িকভাবে স্থগিত হওয়ায় আটকে পড়া পাকিস্তানি যাত্রীদের মাঝে খাবার বিতরণ করছেন পাঞ্জাবের পুলিশ সদস্যরা।’
প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহর হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হন। এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করলে দু’দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন