টিভিতে খবর পড়ছেন সঞ্চালক। আর তার পিছনে দিয়ে ছুটে চলেছে গাড়ি বা নিউজ ডেস্কে লোকজনের কাজকর্ম ফুটে উঠছে। নিউজ স্টুডিওর এই ধরনের সজ্জা দেখতে আমরা সবাই কম বেশি অভ্যস্ত। কিন্তু কোরিয়ার এক নিউজ চ্যানেল তাদের স্টুডিওর সজ্জার জন্য যা করল তা দেখে অবাক হবেন আপনিও।
সম্প্রতি ভিয়েতনামে মুখোমুখি বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সেই খবরের গুরুত্ব বোঝাতেই কোরিয়ার একটি সংবাদ সংস্থা সিদ্ধান্ত নিয়েছিল তাদের নিউজ স্টুডিও রুমকেই ছাদে নিয়ে যাওয়ার। খোলা আকাশের নিচে খবর পরিবেশনার ছবি তুলে ধরতেই এই ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, হ্যানয়ের ডাইয়ু হোটেলের ছাদে ওই স্টুডিও বানানো হয়েছিল। খোলা আকাশের নিচে এই স্টুডিও হওয়ার জন্য খবরের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছিল স্টুডিওর ব্যাকগ্রাউন্ডও। কখনও কুয়াশা বা কখনও ঝিরিঝিরি বৃষ্টি। খবরের পাশাপাশি এ গুলিও ভেসে উঠেছে টিভির পর্দায়।
বিডি প্রতিদিন/০২ মার্চ ২০১৯/আরাফাত