কয়েকদিনের অব্যাহত চাপের পর যুক্তরাষ্ট্র বুধবার বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ইথিওপিয়ায় বিধ্বস্ত হওয়ার পরও প্রথমে সিদ্ধান্ত নেয়া হয়েছিল বোয়িং ৭৩৭ ম্যাক্সের চলাচল স্বাভাবিক রাখা হবে। ওই ঘটনায় বিমানটিতে থাকা ১৫৭ যাত্রীর মৃত্যু হয়।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার প্রশাসন বোয়িং ৭৩৭ ম্যাক্স জেটকে 'গ্রাউন্ডেড' (উড়া নিষিদ্ধ করা) রাখার নির্দেশ দিয়েছেন। ইথিপিয়ার বিধ্বস্তের ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহের আগ পর্যন্ত এ নির্দেশ বলবত থাকবে।
স্যাটেলাইট ট্র্যাকিংয়ের তথ্য ঘেঁটে গত অক্টোবরে ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনার সঙ্গে ইথিওপিয়ার বিমান বিধ্বস্তের ঘটনার সঙ্গে মিল পাওয়া গেছে। এরপরই কানাডিয়ান ও আমেরিকান এভিয়েশন কর্তৃপক্ষ বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়ানো বন্ধের সিদ্ধান্ত নেয়। বিশ্বের অধিকাংশ দেশও এই সিদ্ধান্ত নিয়েছে। গত ২৯ অক্টোবর বোয়িং ৭৩৭ ম্যাক্স পরিচালিত রুটে উড্ডয়নের ১২ মিনিটের মাথায় জাভা সাগরে বিধ্বস্ত হয়েছিল লায়ন এয়ারের একটি বিমান। এতে বিমানে থাকা ১৮৯ যাত্রীর সবাই মারা যান।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস
বিডি প্রতিদিন ফারজানা