নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী সেই সন্ত্রাসী ব্রেন্টন হ্যারিসন ট্যারেন্টের অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাড়িতে অভিযান চালিয়েছে সেখানকার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় ট্যারেন্ট জন্মেছেন ও বেড়ে উঠেছেন। তবে অভিযানের বিস্তারিত প্রকাশ করা হয়নি। খবর বিবিসির।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভাষায়, ব্রেন্টন ট্যারেন্ট আসলে একজন ‘উগ্র দক্ষিণপন্থী সন্ত্রাসবাদী।’
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এই সন্ত্রাসী হামলার চালায় ট্যারেন্ট। এতে বাংলাদেশিসহ অন্তত ৫০ জন মুসল্লি নিহত হন।
বিডি প্রতিদিন/কালাম