সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যায় যারা অংশ নিয়েছিলেন তাদের প্রশিক্ষণ দিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য প্রকাশ করেছে।
প্রায় ছয় মাস আগে তুরস্কের রাজধানী ইস্তানবুলে সৌদি দূতাবাসের ভেতর ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগিকে হত্যা করা হয়।
সেই হত্যাকাণ্ডের বিষয়ে গত ২৯ মার্চ ডেভিড ইগন্যাটিসের একটি কলাম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। তাতে বলা হয়, খাশোগির এই ঘটনা এই শিক্ষা দিয়েছে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও বিশেষ অভিযানের যে সামর্থ্যের কীভাবে অপব্যবহার করছে অন্যদেশগুলো।
এতে আরও বলা হয়, সৌদির র্যাপিড ইন্টারভেনশন গ্রুপের সেসব সদস্য খাশোগি হত্যায় অংশ নেয় তারা যুক্তরাষ্ট্রেই প্রশিক্ষণ নিয়েছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এ বিষয়ে সরকারি সংস্থাগুলোকেও সতর্ক করেছিল। যুক্তরাষ্ট্রের আরাকানসাসের টিয়ের ওয়ান গ্রুপ এ প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ গ্রুপটির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের লাইসেন্স রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা