মিয়ানমারে বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের উত্তরে বাগো অঞ্চলে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও সরকারি সংবাদ মাধ্যম সোমবার এ কথা জানায়। খবর এএফপি’র।
সরকারি গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের খবরে বলা হয়েছে, ৪০ যাত্রী বহনকারী বাসটি রাস্তা থেকে ছিটকে ৬০ মিটার গভীর খাদে পড়ে যায়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। তবে পত্রিকাটির খবরে ১৬ জনের প্রাণহানির কথা বলা হয়েছে। এতে আহত হয়েছে বেশ কজন।
কর্মকর্তা আরও জানান, ‘বাস কন্ডাক্টর নিহত ও চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।’ চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলে তিনি উল্লেখ করেন। যাত্রীদের অধিকাংশই নির্মাণ শ্রমিক।
বিডি প্রতিদিন/এনায়েত করিম