ভেনিজুয়েলার সামরিক হেলিকপ্টারগুলোর জন্য তারা একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে। দক্ষিণ আমেরিকার রাজনৈতিক সংকটাপন্ন এই দেশটিতে রাশিয়া সেনা পাঠানোর কয়েকদিন পর হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র খোলার কথা জানালো। রাশিয়ার অস্ত্র রফতানিকারক অন্যতম সংস্থা রোজোবোরোনেক্সপোর্ট এই তথ্য জানিয়েছে।
রোজোবোরোনেক্সপোর্ট শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভেনিজুয়েলার প্রতিরক্ষা কোম্পানি সিএভিআইএম এবং জেএসসি রোজোবোরোনেক্সপোর্টের মধ্যে চুক্তির আওতায় একটি আধুনিক হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, একদিন আগে হেলিকপ্টার প্রশিক্ষণ কেন্দ্রটি খোলা হয়েছে। উদ্বোধানী অনুষ্ঠানে মস্কো ও ভেনিজুয়েলার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
রোজোবোরোনেক্সপোর্টের বিবৃতি অনুসারে, ভেনিজুয়েলার পাইলটরা রুশ নির্মিত এমআই-১৭ভি৫, এমআই-৩৫এম এবং এমআই-২৬টি হেলিকপ্টার চালানোর বিষয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ নিতে পারবেন। এসব হেলিকপ্টার যে কোনো অবস্থার সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৯/আরাফাত