ইসরায়েলে মঙ্গলবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে নির্বাচনে পাল্টাপাল্টি জয়ের দাবি করেছে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং সাবেক সেনাপ্রধান বেন্নি গান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট জোট।
এবারের নির্বাচনের মাধ্যমে রেকর্ড পঞ্চমবার প্রধানমন্ত্রী হতে চাইছেন ডানপন্থি লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। খবর-বিবিসি'র।
বিবিসি আরও জানিয়েছে, প্রাথমিক ফলাফল অনুসারে সাবেক সেনাপ্রধান মধ্যপন্থী বেনি গান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট জোট ৩৬ বা ৩৭টি আসন পেতে যাচ্ছে। আর লিকুদ পার্টির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু পেতে যাচ্ছেন ৩৩ থেকে ৩৬টি আসন। কিন্তু ইতোমধ্যে দু’জনই নিজেদের বিজয়ী বলে দাবি করছেন।
প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট ‘নেসেটে’ কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রতিবারই জোট সরকার দেশ পরিচালনা করেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম