বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা ও তিব্বতের নির্বাসিত ধর্মগুরু দালাই লামা অসুস্থ হয়ে ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকের সংক্রমণে ভোগা ৮৩ বছর বয়সী এ নেতার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
দালাই লামার ব্যক্তিগত সহকারী তেনজিন তাকলহা বিবিসিকে জানান, হঠাৎ অসুস্থবোধ করায় তার পার্বত্য এলাকার বাসভবন থেকে এনে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে আরও দুই-তিন দিন লাগবে।
৬০ বছর আগে চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর তিব্বতের এই আধ্যাত্মিক নেতা ভারতে পালিয়ে এসেছিলেন। শান্তিতে নোবেলে পুরস্কার জয়ী দালাই লামা একজন জনপ্রিয় বক্তা।
চীন ১৯৫০ সালে তিব্বতের নিয়ন্ত্রণ গ্রহণ করে। দেশটি দালাই লামাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে বিবেচনা করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম