ইসরায়েলে মঙ্গলবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে। ফলাফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র পঞ্চম মেয়াদে জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবর এএফপি’র।
বিবিসি জানিয়েছে, নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি ও সাবেক সেনা প্রধান বেনি গ্যান্তজের নেতৃত্বাধীন মধ্যপন্থি নীল-সাদা জোট উভয়েই সমান আসনে জয় পেতে যাচ্ছেন বলে ভোট গণনায় দেখা গেছে। কিন্তু লিকুদ ও মিত্র ডানপন্থি দলগুলো ১২০ আসনের পার্লামেন্টের (নেসেট) ৬৫ আসনে জয় নিয়ে সবচেয়ে বড় জোট হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
এ বিজয়ের মাধ্যমে ইসরাইলের ৭১ বছরের ইতিহাসে দীর্ঘসময়ের শাসক হতে যাচ্ছেন নেতানিয়াহু। তিনি বলেন, মিত্রদের সঙ্গে জোট গড়তে আলোচনা শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম