২৬ এপ্রিল, ২০১৯ ২১:৩৭

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র বিশ্বাস রাখেনি: কিম

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র বিশ্বাস রাখেনি: কিম

ভিয়েতনাম সম্মেলনে উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র বিশ্বাস রাখেনি বলে মন্তব্য করেছেন কিম জং উন। পুতিনের সঙ্গে প্রথমবারের মত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। 

কোরীয় উপদ্বীপের সংকট আরও জটিল হয়েছে উল্লেখ করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের আচরণের ওপরই নির্ভর করছে কোরিয়ায় শান্তি ও নিরাপত্তার ভবিষ্যৎ। 

গত বছর প্রথমবারের মত সিঙ্গাপুরে বৈঠকে বসেন ট্রাম্প-কিম। সে সময় কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে রাজি হন উত্তর কোরীয় নেতা। পরবর্তীতে এ বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে বৈঠকে বসেন তারা। 
তবে কোন চুক্তি ছাড়াই শেষ হয় সে বৈঠক। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর