১৬ জুন, ২০১৯ ১৯:২৫

আগামী মাসেই তুরস্কে পৌঁছাবে রুশ ক্ষেপণাস্ত্র এস-৪০০

অনলাইন ডেস্ক

আগামী মাসেই তুরস্কে পৌঁছাবে রুশ ক্ষেপণাস্ত্র এস-৪০০

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মার্কিন হুমকি সত্ত্বেও আগামী মাসে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'এস-ফোর হান্ড্রেড' তুরস্কে পৌঁছাতে শুরু করবে। 

তিনি তাজিকিস্তান সফর শেষে দেশে ফেরার সময় তুর্কি টিভি চ্যানেল এনটিভি-কে দেয়া সাক্ষাৎকারে রবিবার একথা বলেন।

এরদোগান বলেন, আমার মনে হয় আগামী মাসের প্রথম দিকেই রাশিয়া এস-৪০০'র চালান পাঠাতে শুরু করবে। তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। রুশ এস-৪০০ কেনার বিষয়টি পুরোপুরি চূড়ান্ত।

২০১৭ সালের ডিসেম্বরে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার বিষয়ে চুক্তি সই করে। এর দুই বছর আগে আমেরিকা সিরিয়া সীমান্তে মোতায়েন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

তুরস্ক এস-৪০০ কেনার চুক্তি করার পর থেকেই আমেরিকা এর বিরোধিতা করে আসছে। একইসঙ্গে তারা হুমকি দিয়ে আসছিল, এস-৪০০ কিনলে এফ-৩৫ জঙ্গি বিমান নির্মাণের যৌথ প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেয়া হবে। তুরস্কের কয়েকটি বৃহৎ কোম্পানি আমেরিকার জঙ্গিবিমান নির্মাণের যৌথ প্রকল্পে অংশ নিচ্ছে এবং তুর্কি পাইলটদেরকে আমেরিকায় প্রশিক্ষণও দেয়া হচ্ছিল।

তুরস্ক মার্কিন হুমকিকে পাত্তা না দেওয়ায় এরইমধ্যে আমেরিকা তুর্কি পাইলটদেরকে প্রশিক্ষণ দেয়া বন্ধ করে দিয়েছে।

বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর